অর্থনীতি

‘মাইগার্ডিয়ান’ অ্যাপস চালু করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : ‘মাইগার্ডিয়ান’ নামে একটি মোবাইল অ্যাপস চালু করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অ্যাপস উদ্বোধন করেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। উদ্বোধনকালে তিনি বলেন, গার্ডিয়ান লাইফ তার সব পলিসিহোল্ডার ও ভবিষ্যৎ কাস্টমারদের জন্য তৈরি করেছে মাইগার্ডিয়ান জীবন বিমা অ্যাপস। ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাম্প্রতিক সময়ে সরকার অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের একটি উদ্ভাবনী জীবন বিমা কোম্পানি হিসেবে গার্ডিয়ান লাইফ এই ডিজিটাল বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশা করি। তিনি বলেন, এটি গার্ডিয়ান লাইফের একটি সেলফ কেয়ার অ্যাপস। এর মাধ্যমে সব পলিসিহোল্ডার এবং ভবিষ্যৎ কাস্টমার গার্ডিয়ান লাইফের সব বিমা সম্পর্কিত তথ্য জানা এবং পলিসি সার্ভিস অত্যন্ত সহজভাবে সম্পন্ন করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী,  গার্ডিয়ান লাইফের পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সৈয়দ আকতার হোসেন প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৮/ইয়ামিন/এসএন