অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ : এডিবি

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি বলছে, আলোচ্য সময়ে মূল্যস্ফীতি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবি ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন এডিবি অর্থনীতিবিদ সুন চ্যান হং। তিনি বলেন, এ সব অর্জনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। দেশের রপ্তানি খাতকে আরো বেগবান করতে হবে। কেবল পোশাক শিল্পের ওপর নির্ভর না করে অন্যান্য পণ্যের দিকেও নজর দেওয়ার পাশাপাশি নতুন নতুন বাজার সন্ধানে পরামর্শ দেন তিনি। এর আগে গত সোমবার বিশ্বব্যাংক জানায়, চলতি ২০১৭-১৮ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ। এদিকে সরকারের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/হাসিবুল/ইভা