অর্থনীতি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কুইজের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন-বাংলাদেশ প্রতিদিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭ কুইজের পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বাংলাদেশ প্রতিদিন সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন- নির্বাহী পরিচালক (মার্কেটিং) মো. হুমায়ুন কবির (কবি) ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর (মার্কেটিং) মো. ফারুক আজম। অন্যদের মধ্যে বাংলাদেশ প্রতিদিনের  নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক আবু তাহের, উপ-সম্পাদক মাহমুদ হাসান, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, স্পোর্টস ইনচার্জ মনোয়ারুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাথিরা জাকির জেসি ও চিত্রনায়িকা মৌমিতা মৌ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন বিভাগের জিএম মো. মাসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক নঈম নিজাম বলেন, অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনকেও যথাযথ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ প্রতিদিন। আমরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখব। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার জন্য তিনি ওয়ালটনকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান তিনি। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মো. হুমায়ুন কবির (কবি) বলেন, বাংলাদেশ প্রতিদিনের এমন আয়োজনের পাশে সবসময়ই থাকবে ওয়ালটন গ্রুপ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭ কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তর দিয়ে এক লাখ ৩৯ হাজার ৭৪৩ জন প্রতিযোগী অংশ নেন। এদের মধ্যে ২০ জন ভাগ্যবানকে লটারির মাধ্যমে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ওয়ালটন ৪৯ ইঞ্চি এলইডি টিভি জিতে নেন প্রান্ত। দ্বিতীয় পুরস্কার ওয়ালটন এয়ার কন্ডিশন (দেড় টন) পান মুনিয়া। তৃতীয় পুরস্কার হিসেবে ওয়ালটন রেফ্রিজারেটর (১২ দশমিক ৫ সিএফটি) বিজয়ী হন শরীফুল ইসলাম। চতুর্থ পুরস্কার হিসেবে ওয়ালটন (৩২ ইঞ্চি) এলইডি টিভি পান স্মৃতি। পঞ্চম পুরস্কার হিসেবে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন জিতে নেন মোহনা। ষষ্ঠ পুরস্কার হিসেবে পাঁচটি ওয়ালটন স্মার্টফোন পান- বিপ্লব, মমতাজ, ফাতেমা আক্তার, আলিফ ও হাসান। সপ্তম পুরস্কার হিসেবে পাঁচটি ওয়ালটন টেবিল ফ্যান জিতে নেন- ডলি আক্তার, মো. ইব্রাহীম, ফরিদ, পারুল ও আসিফ। অষ্টম পুরস্কার পাঁচটি ওয়ালটন রাইস কুকার পেয়েছেন- আ. সাত্তার, মিতু, আলিফ, ইসমাইল হোসেন ও নিঘাত সুলতানা। রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৮/আরজু/এনএ