অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি ৭.৮৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : গত অর্থ বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ, যা প্রাথমিক হিসেবে ছিলো ৭ দশমিক ৬৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর চূড়ান্ত হিসাবে এসব চিত্র উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর সামনে জিডিপির এই চূড়ান্ত হিসাবটি উপস্থাপন করা হয়েছে। একনেক সভা সূত্রে এই তথ্য জানা জায়। সভায় জানানো হয়, জিডিপির এই প্রবৃদ্ধি অর্জন গত অর্থবছরের বাজেটে নেওয়া লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশের চেয়েও বেশি। সেই সঙ্গে বেড়েছে মাথাপিছু আয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/হাসিবুল/ইভা