অর্থনীতি

ওয়ালটন-কালেরকণ্ঠ বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার প্রদান

ক্রীড়া প্রতিবেদক : ৪৯ ইঞ্চি এলইডি টেলিভিশনে ঢেকে গেছে প্রান্তির ছোট শরীর। মুখটা কোনোরকমে দেখা যাচ্ছে। এই মুখে যেন বিশ্ব জয়ের বিস্ময়! ফ্রান্সের বিশ্বকাপ জয়ের চেয়েও বুঝি বিস্ময়কর প্রান্তির এই এলইডি টিভি জয়। কারণ, ওয়ালটন-কালেরকণ্ঠ বিশ্বকাপ কুইজ বোঝার বয়স তার হয়নি। এই অবুঝ মনেও প্রথম পুরস্কার জয়ের বিস্ময় ভরা আনন্দ, ‘আমি কিছু জানি না, মা কুইজ পূরণ করে দিয়েছেন। তাতেই টিভি জিতে গেছি।’ শনিবার অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন-কালেরকণ্ঠ বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণী। কুইজের ড্র হয়েছিল আগে। কালেরকণ্ঠ অফিসে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে ওয়ালটনের পুরস্কার। প্রথম ও দ্বিতীয় পর্ব মিলিয়ে বিজয়ী হয়েছেন ৩০ জন। তবে প্রথম রাউন্ডের প্রথম পুরস্কার এয়ার কন্ডিশনার বিজয়ী একরামুল হক না এলেও দ্বিতীয় পুরস্কার রিফ্রিজারেটর জয়ী মোহাম্মদ শাকিল দারুন খুশি। কুইজ জয় তো চাট্টিখানি ব্যাপার নয়, লাখ-লাখ সঠিক উত্তরদাতার মধ্যে তিনি জিতেছেন রিফ্রিজারেটর। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ২০০৩ সাফ জয়ী বাংলাদেশ দলের দুই কীর্তিমান ফুটবলার হাসান আল মামুন ও রোকনুজ্জামান কাঞ্চন। উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, যিনি সবসময় খেলা ও খেলোয়াড়ের পাশে দাঁড়াতে ভালবাসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালেরকণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল। অতিথি ও কুইজ বিজয়ীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘প্রথমে ওয়ালটনকে ধন্যবাদ জানাই এই কুইজে পৃষ্ঠপোষকতা করার জন্য। আমাদের খেলার পাতা দেশে সবচেয়ে নন্দিত এবং জনপ্রিয়। এই পাতার উৎকর্ষ সাধনে আমরা সবসময় সচেষ্ট থাকি। আশা করি, সামনের দিনগুলোতেও খেলার দারুন সব খবরের সঙ্গে বড় আসরে কুইজের ধারা অব্যাহত থাকবে।’ তবে ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির নিজেদেরকে স্পন্সর হিসাবে ভাবেন না। তিনি বলেন, ‘ওয়ালটন স্পন্সর নয়, কালেরকণ্ঠের সহযোগী। স্পন্সর অনেক বড় ব্যাপার, বিশ্বকাপের মতো বড় আসরে আমরা কেবল পত্রিকার সঙ্গে সহযোগী হয়ে যুক্ত হই। সামনে আছে বিশ্বকাপ ক্রিকেট, কালেরকণ্ঠ চাইলে তার সঙ্গেও আমরা থাকব।’ পুরস্কার বিতরণীর অতিথি হাসান আল মামুন বলেছেন, ‘বিশ্বকাপ আমাদের পুরো দেশ মাতে ফুটবলে। সবার পাতাকা উড়ে এ দেশে, সেদিক থেকে ভাবলে বাংলাদেশ এক নম্বরে। তবে আমরা ফুটবলে পিছিয়ে গেছি অনেক। মেয়েদের ফুটবল যেভাবে এগোচ্ছে সেরকম পরিকল্পনা নিয়ে এগোনো গেলে অবশ্যই ছেলেদের ফুটবলেরও উন্নতি হবে।’ সাফ জয়ী দলের আরেক তারকা কাঞ্চনও দেশের ফুটবলের উন্নতির দাবি জানিয়েছেন এই অনুষ্ঠানে হাজির হয়ে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালেরকণ্ঠের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ মামুন, বিজ্ঞাপন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) হারুনুর রশিদ, মঞ্জুর হোসেন (এজিএ, মার্কেটিং), এস এম মেহেদী হাসান (ডিজিএম, হিসাব বিভাগ), আব্দুল হাছান (ডিজিএম, সার্কুলেশন) ও মো. কামরুজ্জামান পান্না (ডেপুটি ম্যানেজার, বিজ্ঞাপন বিভাগ)।  রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৮/রফিক