অর্থনীতি

‘নির্বাচনের প্রভাব শেয়ারবাজারের ওপর পড়বে না’

অর্থনৈতিক প্রতিবেদক : শেয়ারবাজারের ওপর আগামী জাতীয় সংসদ নির্বাচনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। তিনি বলেন, ‘নিয়ম বহির্ভূত লেনদেনের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করার কি ধরনের অপচেষ্টা আছে, আমরা সেগুলোর দিকে যথাযথভাবে নজর রাখছি। বাজারে যাতে কোনো রকম অস্থিতিশীল অবস্থা না হয় আমরা তার ব্যবস্থা করব’। সোমবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে বিএসইসির কার্যালয়ে সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, উদ্যোক্তাদের অনেকদিন অভিযোগ ছিল আমরা ভালো প্রাইজ (দাম) পাই না। বুক বিল্ডিং সিস্টেম আমরা করেছি। এখন কোম্পানির ফান্ডামেন্টাল, শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) না দেখে যোগসাজশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি প্রাইস কোর্ড করে তাহলে তো অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তবে বুক বিল্ডিংয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা পদক্ষেপ নিয়েছি। আগে একজন যোগ্য বিনিয়োগকারী বুক বিল্ডিংয়ে একটি প্রতিষ্ঠানের ১০ শতাংশ শেয়ার কেনার আবেদন করতে পারতো। এতে ১০ জন মিলে একটি সিন্ডিকেট করে দামে নির্ধারণ করতে পারতো। এখন আমরা দুই শতাংশ করেছি। তার মানে একটি কোম্পানির কাট অফ প্রাইজ নির্ধারণ করতে অন্তত ৫০ জন বিনিয়োগকারীকে কোর্ড করতে হবে। বিএসইসি চেয়ারম্যান বলেন, একটি কোম্পানির আইপিও অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বিএসইসির পক্ষে সব বিষয় দেখা সম্ভব না। কারণ সবকিছু যদি আমরা ভেরিফাইড করতে যাই তাহলে একটি আইপিও আসতে সময় লাগবে ৩ বছর। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, মাহবুবুল আলম, অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক ডটকমের সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৮/নাসির/সাইফ