অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মনছুরা

অর্থনৈতিক প্রতিবেদক : ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর মহাব্যবস্থাপক মনছুরা খাতুনকে নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে পদোন্নতি দিয়ে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর দায়িত্ব অর্পণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মচারী নির্দেশ নং-এইচআরডি-১: ৬৩০/২০১৮ মোতাবেক এ দায়িত্ব অর্পণ করা হয়। মনছুরা খাতুন নওগাঁ জেলার সদর উপজেলার পারনওগাঁতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মহাব্যবস্থাপক হিসেবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর দায়িত্ব গ্রহণ করেন এবং ব্যুরোর আধুনিকায়নে বিশেষ অবদান রাখেন। রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৮/নাসির/রফিক