অর্থনীতি

বাণিজ্য মেলায় ওয়ালটন মোবাইল কিনে শতভাগ ছাড় পেলেন সাব্বির

অর্থনৈতিক প্রতিবেদক : জমে উঠেছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মেলার এবারের আসরে বাড়তি আনন্দ যোগ করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। মেলা উপলক্ষে ওয়ালটন চালু করেছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ ও ওয়ালটন প্যাভিলিয়ন থেকে মোবাইল ফোন কেনার ওপর ৫ শতাংশ থেকে শতভাগ ছাড়ের অফার। এই অফারের আওতায় বাণিজ্য মেলার প্রথম ভাগ্যবান ক্রেতা মিরপুর থেকে আসা মো. সাব্বির হোসেন মারুফ। তিনি মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন থেকে মোবাইল কিনে পেয়েছেন শতভাগ ছাড়। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় (১৭ জানুয়ারি, ২০১৯) একটি ওয়ালটন প্রিমো এইচ ৭এস স্মার্ট ফোন কেনেন। মোবাইল ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা। এরপর এসএমএস করে পেয়ে যান শতভাগ ক্যাশব্যাক। অর্থাৎ তিনি ৯ হাজার ৯৯৯ টাকাই ফেরত পান। অনুভূতি জানাতে গিয়ে সাব্বির বলেন, শতভাগ ক্যাশব্যাক পাওয়ার সাথে সাথে অনেক এক্সাইটেড হয়ে পড়েছিলাম। হুট করে একটা জিনিস, আর জীবনের প্রথম একটা গিফট পাওয়া আমার কাছে অনেক বড় কিছু পাওয়ার মতো। যখন ফোনটা চেক করে দেবে, তখন আমার সিমটা ঠিকভাবে মোবাইলে সেট করা যাচ্ছিল না। তখন ওনারা (কাউন্টারের দায়িত্বে থাকা) হেসে বলতেছিল যে, স্যার, যত লেট হবে গিফটের পরিমাণও তত বেশি হতে পারে। ঠিক তা-ই ঘটল। সর্বোচ্চ ছাড় পেয়ে তখন আমি বললাম, ভাই, আর একটু লেট করলে আমি মনে হয় আরো বড় ছাড় পেতাম। আর এটা হবে জানলে আমি ল্যাপটপ নিতাম, তাহলে আরো ভালো হতো। প্রসঙ্গত, মেলা উপলক্ষে ওয়ালটন প্যাভিলিয়নে মোবাইল ফোনের ওপর সর্বনিম্ন ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ ছাড় রয়েছে।  এছাড়া, দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ চালুর ঘোষণা দিয়েছে ওয়ালটন। এর আওতায় ওয়ালটন পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাবেন সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার। ক্যাশ ভাউচার ছাড়াও পেতে পারেন মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার, ল্যাপটপ, ফ্রিজ, এলইডি টিভি, ওভেনসহ অসংখ্য পণ্য ফ্রি। রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৯/নাসির/রফিক