অর্থনীতি

পূর্বাচলে পর্যাপ্ত প্রস্তুতি নেই : বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক : পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থানন্তরের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, একটা আন্তর্জাতিক মেলা করতে বড় জায়গার প্রয়োজন হয়। পূর্বাচলে আপাতত সে পরিমাণ জায়গা প্রস্তুত নেই। তিনি বলেন, তবে চলতি বছর বা চলতি বছরের শেষ দিকে আন্তর্জাতিক প্রদর্শনী হবে পূর্বাচলে। সেখানে টেক্সটাইলসসহ রপ্তানিমুখী সব পণ্য প্রদর্শনের সম্ভাবনা আছে। তবে বাণিজ্য মেলা আপাতত আগারগাঁওয়েই অনুষ্ঠিত হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলায় সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধীদের বিনামূল্যে রাইডসেবা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা না, তারা সমাজের মূল ধারায় এসেছে। প্রধানমন্ত্রী ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। তাদের এগিয়ে নিতে সব ধরনের সহযেগিতা করা হবে। এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে রাইডে চড়ে গল্প করেন কিছু সময়। এ সময় আরো উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, মেলা কমিটির সদস্যসচিব আবদুর রউফ, ইপিবির পরিচালক মো. জাহাঙ্গীরসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৯/নাসির/ইভা