অর্থনীতি

ওয়ালটনের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া উৎসব

নিজস্ব প্রতিবেদক : সমাজের অন্য দশটি শিশুর মতো সুবিধাবঞ্চিত শিশুদেরও রয়েছে নানান প্রতিভা। খেলাধুলাও রয়েছে অসামান্য নৈপূণ্য।  বঞ্চিত শিশুদের এই অসামান্য প্রতিভার বিকাশ ঘটতে শিক্ষা-সংস্কৃতি, মেধা-মননে, ক্রিড়া-নৈপূণ্যে বঞ্চিত শিশুও আগামীর সম্ভাবনা’ শ্লোগান নিয়ে ওয়ালটনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ‘পুষ্পকলির ক্রীড়া উৎসব-২০১৯’। শুক্রবার মিরপুর ১২, পল্লবী ডি ব্লক ঈদগাঁ মাঠে উৎসবের উদ্বোধন  করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদসহ আয়োজক সংগঠনের কর্মকর্তা এবং অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকরাও। উৎসবে অংশগ্রহণ করে সম্ভাবনা পরিচালিত সুবিধা বঞ্চিতদের স্কুল পুষ্পকলির শিক্ষার্থীরা। উৎসবে শিশুদের নিয়ে খেলাধুলার পাশাপাশি আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ এবং উন্মুক্ত চিত্রাঙ্কন  প্রতিযোগিতা। যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। উৎসবে গান, নাচ, যেমন খুশি তেমন সাজো পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ার মত মজার খেলায় অসাধারণ নৈপূণ্য দেখায় সমাজের সুবিধা বঞ্চিত এ সকল শিশু। উৎসব শেষে শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উদয় হাকিম। এ সময় তিনি বলেন, শিশুদের মাঝে লুকিয়ে আছে আগামী দিনের সম্ভাবনা। তাই আমাদের সবারই শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া উচিত। তিনি আরো বলেন, ওয়ালটন সবসময়ই প্রতিভার বিকাশ এবং উদ্ভাবনী বিষয়ের পৃষ্টপোষকতা করে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। উৎসবে পুষ্পকলি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মায়েদের মাঝে ‘পুষ্পকলির সেরা মা-২০১৮’ পুরষ্কার প্রদান করা হয়। সম্ভাবনার সভাপতি রবিউল ইসলাম রবিন তার বক্তব্যে বলেন ‘একটি পরিবারের মা পারে তার শিশুটিকে সুশিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। আমরা বিনামূল্যে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করতে পারি, কিন্তু সে শিক্ষাকেন্দ্র পর্যন্ত নিয়মিত পৌঁছানোর দায়িত্ব একজন মায়ের। তাই প্রতি বছর সম্ভাবনা শুধু মেধাবী শিক্ষার্থী নয় দায়িত্বশীল মাকেও সেরা মায়ের সম্মানে ভূষিত করে। তিনি বলেন, এবারের আয়োজন ওয়ালটনের মত স্বনামধন্য প্রতিষ্ঠানকে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। উল্লেখ্য, ‘বঞ্চিত শিশুও আগামীর সম্ভাবনা’ শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনার পথ চলা শুরু হয় ২০১১ সালে। ২০১১ সাল থেকে সম্ভাবনা, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ‘পুষ্পকলি স্কুল’ নামে একটি অবৈতনিক স্কুল পরিচালনা করে আসছে। বর্তমানে পুষ্পকলি স্কুলের তিনটি শাখা রয়েছে মিরপুর স্টেডিয়াম, রবীন্দ্র সরোবর এবং মিরপুর কালশী বস্তি শাখা। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সেবা প্রদান, বিভিন্ন উৎসবে শিশুদের মাঝে পোশাক বিতরণের মত সেবামূলক কাজ পরিচালনা করে আসছে। রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৯/হাসান/সাইফ