অর্থনীতি

‘পুঁজিবাজার শক্তিশালী করতে যা প্রয়োজন তা-ই করা হবে’

সংসদ প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘পুঁজিবাজার শক্তিশালী করতে যা যা করার প্রয়োজন তা-ই করা হবে।’ রোববার সংসদে সরকারি দলের সংসদ সদস্য আহসানুল হক টিটুর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি অত্যন্ত চাঙ্গা ও শক্তিশালী।  কয়েক দিন আগে আইএমএফের সঙ্গে একাধিক বৈঠক করেছি।  সেখানেও তারা আমাদের গতিশীলতা দেখে তারা অত্যন্ত উচ্ছ্বাসিত।  সে সময় যারা মিটিং করেছেন তারা সবাই বলেছেন, বাংলাদেশকে অনুসরণ করার জন্য।’ তিনি বলেন, ‘আমাদের এগিয়ে যাওয়া থমকে যাবে যদি আমাদের পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করতে না পারি।  আমি বলব, পুঁজিবাজার এখন নিয়ন্ত্রণে নাই।  তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নাই, এটা বলব না।  তবে পুঁজিবাজারে যে সকল সমস্যা আছে এরই মধ্যে আমরা চিহ্নিত করেছি।  সবগুলোই এক এক করে সমাধান দেব।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমি আশ্বস্ত করতে পারি, সরকার অর্থনৈতিক এলাকায় যেমনিভাবে চিন্তা করে, তেমনি পুঁজিবাজার নিয়েও ততটা যত্নশীল।  আমি নিজেও পুঁজিবাজারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে নিয়ে এক/দুই দফা মিটিং করেছি, আরো মিটিং করব। মিটিং করে পুঁজিবাজারকে আর ১০টি দেশে যেভাবে চলে সেইভাবেই চালাবার জন্য চেষ্টা করব।  আমাদের বিচ্যুতিগুলো অবশ্যই দূর করব।’ আসন্ন বাজেটে পুঁজিবাজারে জন্য প্রণোদনা থাকবে কি না, সম্পূরক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘আসন্ন বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা থাকবে।  কতটা থাকবে সেটা এই মুহূর্তে বলতে পারব না।  তবে পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য যা-ই কিছু করার প্রয়োজন তা-ই ব্যবস্থা করা হবে।’ রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/আসাদ/সাইফুল