অর্থনীতি

এক দিনে সর্বাধিক এসি বিক্রির রেকর্ড ওয়ালটনের

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : এক দিনে এসির সর্বাধিক খুচরা বিক্রির রেকর্ড গড়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটনের ঢাকা-নর্থ জোনের আওতায় গত ২৭ এপ্রিল ২০৭টি এসি বিক্রি করে এ রেকর্ড হয়েছে। এ উপলক্ষে রোববার ওয়ালটনের বিক্রয় উন্নয়ন বিভাগ-১ এর উদ্যোগে ঢাকার মগবাজারে ‘অ্যাচিভমেন্ট সেলিব্রেশন প্রোগ্রাম’ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব প্লাজা বিক্রয় ও উন্নয়ন বিভাগ-১ এর মীর গোলাম ফারুক, উত্তরা জোনের এরিয়া ম্যানেজার মো. রায়হান কবীর, পল্টন জোনের এরিয়া ম্যানেজার মনোয়ার হোসেন, ওল্ড ঢাকা জোনের এরিয়া ম্যানেজার কাজী আরিফ হোসেন, পল্টন জোনের ক্রেডিট মনিটরিং মীর তারিকুল হক ও প্লাজা ম্যানেজারবৃন্দ। অনুষ্ঠানে হেড অব প্লাজা বিক্রয় ও উন্নয়ন বিভাগ-১ এর মীর গোলাম ফারুক বলেন, ‘চলতি বছর ওয়ালটনে নতুন নতুন এসির মডেল আসায় এবং ক্রেতা সাধারণের আস্থা ও ক্রয়ক্ষমতার মধ্যে হওয়ায় বিক্রয়ের ব্যাপক সফলতা সম্ভব হয়েছে। ’ তিনি ম্যানেজার ও বিক্রয় কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বিক্রয় উন্নয়ন বিভাগের কর্মকর্তারা চলতি বছর এসি বিক্রয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। উত্তরা জোনের এরিয়া ম্যানেজার মো. রায়হান কবীর জানান, ঢাক-নর্থ জোনের আওতায় এসব এসি বিক্রি করা হয়েছে। রাইজিংবিডি/গাজীপুর/২৮ এপ্রিল ২০১৯/হাসমত আলী/সাইফুল