অর্থনীতি

অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি শুরু

অর্থনৈতিক প্রতিবেদক : এখন থেকে অনলাইনে সঞ্চয়পত্র লেনদেন করা যাবে। বৃহস্পতিবার থেকে দেশের সকল বিভাগীয় শহরে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি  শুরু হয়েছে। কার্যত সব তফসিলি ব্যাংককে গত সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় বলা হয়, দেশের সব বিভাগীয় শহরে ২ মে থেকে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি করতে হবে। ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ বহির্ভূত সঞ্চয়পত্র লেনদেন করা যাবে না। কালো টাকা বিনিয়োগ বন্ধে সরকার অনলাইনে সঞ্চয়পত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি করা শুরু করে বাংলাদেশ ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, সোনালী ব্যাংক, বাংলাদেশ ডাক বিভাগকে। এর আগে অটোমেশন (অনলাইন) পদ্ধতিতে চলতি ৩ ফেব্রুয়ারি সঞ্চয়পত্র বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায়, সোনালী ব্যাংকের স্থানীয় শাখা, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ব্যুরো অফিস (গুলিস্তান) এবং বাংলাদেশ পোস্ট অফিসের প্রধান কার্যালয়। আজ থেকে অটোমেশন (অনলাইন) পদ্ধতিতে সঞ্চয়পত্র বিক্রি শুরু হলো সকল বিভাগীয় শহরে। ২০১৯-২০ অর্থবছরের প্রথমদিন অর্থাৎ ১ জুলাই থেকে দেশের সব জেলা ও উপজেলা শহরের কার্যালয়ে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি শুরু হবে।

   

রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৯/হাসান/সাইফ