অর্থনীতি

বাজেটে সুখবর রয়েছে প্রবাসীদের জন্য

অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সুখবর রয়েছে প্রবাসীদের জন্য। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ১ হাজার টাকা রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা প্রণোদনা হিসেবে পাবেন ২০ টাকা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ৪৮তম ও বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন। বাজেট বক্তব্যে বলা হয়, রেমিট্যান্স প্রেরণে বর্ধিত ব্যয় লাঘব এবং বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহিত করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রণোদনা হিসেবে চলতি অর্থবছর ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/নাসির/রফিক