অর্থনীতি

নদীভাঙ্গন কবলিত এলাকার জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা

বিশেষ প্রতিবেদক : দেশের নদীভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের পুনর্বাসনের জন্য ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী অহ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে বাজেট বক্তৃতায় নদীভাঙ্গন এলাকার অসহায় মানুষদের পুনর্বাসনে এ অর্থ ব্যয় হবে বলে অর্থমন্ত্রী জানান। বাজেট বক্তৃতায় বলা হয়, সাম্প্রতিক নদীভাঙনে বসতবাড়ি, জনপদ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা, ব্যবসা-প্রতিষ্ঠান, বাজার প্রভৃতি বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে ফেলেছে। নদী পাড়ের ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের পুনর্বাসনের জন্য এবারের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/হাসনাত/সাইফুল