অর্থনীতি

বরিশালে চলছে ওয়ালটন চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে চলছে ওয়ালটন চাকরি মেলা। মেলায় সিভি জমা দিতে ভিড় করছেন চাকরিপ্রার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল বিএম কলেজ অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এরপর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিভি জমা দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। ওয়ালটনের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে চাকরিপ্রর্থীরা বলছেন, ‘এখন অনেকে পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না। এমন সময় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে ওয়ালটনের এই আয়োজন ব্যতিক্রম।’ ওয়ালটন চাকরি মেলায় সিভি জমা দিতে আসা চাকরিপ্রার্থী মো. শাওন বলেন, ‘ওয়ালটন মেলার মাধ্যমে চাকরি দিচ্ছে এমন তথ্য পেয়ে খুবই অবাক লেগেছে। তাই খুবই সকালে সিভি দিতে এখানে হাজির হয়েছি।’ তিনি বলেন, ‘ওয়ালটনের উৎপাদিত পণ্য সম্পর্কে দেশবাসীর অজানা নয়। এটি বাংলাদেশের সবচেয়ে পরিচিত ব্রান্ড। এমনকি সারা বিশ্বেও এগিয়ে চলছে। স্বনামধন্য এই প্রতিষ্ঠানে চাকরি পাওয়াটা ভাগ্যের ব্যপার।’ মো. শাওনের মতো এমন মন্তব্য ছিলো চাকরিপ্রার্থী মো. ফয়সাল হোসেন, মনির হোসেন, তরিকুল ইসলাম, আবিদ খান, কাওছার হোসেন, শরিফুল ইসলাম, মিলন হাওলাদারসহ আরো অনেকের।  

চাকরি মেলার প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধন করেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলআমিন সরোয়ার, ওয়ালটন প্লাজার ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর আল মাহফুজ খান, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. ফয়সাল ওয়াহিদ, ওয়ালটন প্লাজার বরিশালের এড়িয়া ম্যানেজার সুভ্রত দাসসহ আরো অনেকে। দুই দিনব্যাপী এই চাকরি মেলায় আজ প্রথম দিনে সেলস অ্যাসোসিয়েট (ওয়ালটন প্লাজা), সেলস অফিসার (ওয়ালটন প্লাজা), সেলস এক্সিকিউটিভ (ওয়ালটন প্লাজা), সহকারী ম্যানেজার (ওয়ালটন প্লাজা) ও সার্ভিস এক্সপার্ট (ফ্রিজ, এসি, টিভি ও হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট) পদে সিভি জমা নেয়া হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত সিভি জমা নেয়া হবে। আগামীকাল রোববার সিভি যাচাই-বাছাই শেষে নেওয়া হবে লিখিত, আইটি ও ভাইভা পরীক্ষা। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বরিশাল বিভাগে নিয়োগ দেওয়া হবে। আলোচনাসাপেক্ষে বেতন নির্ধারিত হবে। এ ছাড়া কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে। রাইজিংবিডি/বরিশাল/২২ জুন ২০১৯/ জে খান স্বপন/ইভা