অর্থনীতি

স্বর্ণ মেলা ঘোচাবে অপবাদ!

এম এ রহমান : ভরি প্রতি হাজার টাকা কর দিয়ে মজুদকৃত স্বর্ণ বৈধতা দেওয়ার সুযোগ দিয়ে প্রথম বারের মতো আয়োজন করা হয়েছে স্বর্ণ মেলা। যেখানে স্বর্ণ ব্যবসায়ীরা বৈধ-অবৈধ পথে আনা স্বর্ণের বৈধতা পাবে। স্বর্ণ মেলার মাধ্যমে ব্যবসায়ীরা দীর্ঘ দিনের অপবাদ থেকে মুক্তি পেতে যাচ্ছেন। এমনটা দাবি করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী আয়োজিত স্বর্ণ মেলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বর্ণ মেলা এমন দিন হচ্ছে যেদিন স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এমন দিনেই স্বর্ণ ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে অপবাদ থেকে মুক্তি পাবে। তারাও ব্যবসার স্বাধীনতা পাবে। তাই আমরা চাই, প্রতি বছর এই দিনেই (২৩ জুন) যেন স্বর্ণ মেলা হিসেবে সরকার ঘোষণা দেয়।’ মেলার বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক আরো বলেন, ‘বাংলাদেশ জুয়েলার্স সমিতি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই মেলা আয়োজন করেছে। আমরা আশা করছি, সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীরা ভরি প্রতি এক হাজার টাকা ট্যাক্স দিয়ে তাদের কাছে মজুদকৃত স্বর্ণের সরকারিভাবে স্বীকৃতি নেবেন। মেলায় মোট ২০টি বুথ রয়েছে। এর মধ্যে কর দেয়ার জন্য বেসিক ব্যাংক ও সোনালী ব্যাংকের পৃথক বুথ রয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত মেলায় স্বর্ণ ব্যবসায়ীরা কর দিয়ে তাদের কাছে মজুদকৃত স্বর্ণের ঘোষণা দেবেন মাত্র। মেলায় কোনো স্বর্ণের ক্রয়-বিক্রয় হবে না। ’ স্বর্ণ মেলায় ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারীদের অঘোষিত ও মজুদকৃত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার, কাট ও পোলিশড ডায়মন্ড এবং রৌপ্যের ঘোষণা ও এর বিপরীতে কর পরিশোধ করতে পারবেন। স্বর্ণ বৈধ করতে প্রতি ভরি সোনা ও সোনার অলঙ্কারে ১ হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডে ৬ হাজার টাকা এবং প্রতি ভরি রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে। রাজধানীসহ দেশের আট বিভাগে আয়োজিত হচ্ছে স্বর্ণমেলা। ঢাকা ও চট্টগ্রামে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত এবং রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও বরিশালে ২৪ জুন ওই মেলা হবে। ঢাকার বাইরে স্বর্ণমেলা উদ্বোধন ও দেখভালোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর-শুল্ক বিভাগের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১ হাজার টাকা শুল্ক দিয়ে স্বর্ণ বৈধ করার সুযোগ দেয়। গত ২৮ মে এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বর্ণ বৈধ করতে প্রতি ভরি সোনা ও সোনার অলঙ্কারে ১ হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডে ৬ হাজার টাকা এবং প্রতি ভরি রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে। এই সুযোগ ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। তবে ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং রিটার্ন দাখিল করতে হবে। ২০১৮ সালের ৩ অক্টোবর সোনা নীতিমালা অনুমোদন দেয় মন্ত্রিসভা। একই সঙ্গে ব্যাগেজ রুলের আওতায় শুল্ক দিয়ে স্বর্ণ আমদানির সুযোগ করে দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/এম এ রহমান/ইভা