অর্থনীতি

এডিপি বাস্তবায়নের হার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বেড়েছে।

এ অর্থবছরে বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৩২ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯৪ দশমিক ১১  শতাংশ।

মন্ত্রণালয় ও বিভাগগুলো টাকার অঙ্কে খরচ করতে পেরেছে ১ লাখ ৬৬ হাজার ৫৯৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ১ লাখ ৪৮ হাজার ৩০৬ কোটি টাকা।

মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই তথ্য জানান। রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এডিপি বাস্তবায়নের হার বাড়ার কারণ বিভিন্ন প্রকল্পের পরিচালকের সঙ্গে আমার সরাসরি কথা হয়। তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকায় এই অগ্রগতি হয়েছে। তা ছাড়া প্রকল্পের ফান্ড নিয়েও সমস্যা নেই।’

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৯/হাসিবুল/ইভা