অর্থনীতি

ওয়ালটন-কালের কণ্ঠ বিশ্বকাপ কুইজের ড্র

রাইজিংবিডি ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটপ্রেমীদের আনন্দ জুগিয়েছে প্রায় দুই মাস। কালের কণ্ঠ বিশ্বকাপ কুইজ সেই আনন্দ বাড়িয়ে দিয়েছিল আরও কয়েক গুণ। সনি র‌্যাংগস-কালের কণ্ঠ, ওয়ালটন-কালের কণ্ঠ, নোভা-কালের কণ্ঠ-প্রতিটা কুইজই সাড়া ফেলেছিল ব্যাপক। গতকাল ড্র অনুষ্ঠানে ছিল উত্তরপত্রের স্তুপ।

জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, নোভা ইলেকট্রনিক্সের হিসাবারক্ষক কামরুল হাসান সজীব, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামালের উপস্থিতিতে কালের কণ্ঠ কার্যালয়ে হয়েছে সবগুলো কুইজের ড্র।

ওয়ালটনের কুইজ ছিল দুই পর্বের। প্রথম পর্বের প্রথম পুরস্কার ওয়ালটন ১.৫ টন এয়ারকন্ডিশনার জিতেছেন ময়মনসিংহ ত্রিশালের ফারজানা। এই পর্বের মোট পুরস্কার ছিল ১৫টি। দ্বিতীয় পর্বের পুরস্কারও ১৫টি। প্রথম পুরস্কার এলইডি টিভি জিতেছেন মিরপুরের মোসা. সুলতানা। সনি র‌্যাংগসের প্রথম পুরস্কার ৪০ ইঞ্চি ফুল এইচডি এলইডি টিভি জিতেছেন ১২-ই পল্লবীর মোহাম্মদ জাকির। সনি র‌্যাংগসের মোট পুরস্কার ৪টি। নোভা ইলেকট্রনিক্সের প্রথম পুরস্কার নোভা রেফ্রিজারেটর জিতেছেন খুলনা পাইকগাছার নূর হোসেন মুন্না। নোভার মোট পুরস্কার ৮টি।

শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি শফিকুল হক হীরা বলেন, কালের কণ্ঠের ক্রীড়া বিভাগ এই দেশের ক্রীড়াঙ্গণে আলোড়ন তুলেছে। তাদের কুইজের আয়োজনও ব্যাপক। এ ধরনের একটি আয়োজনের অংশ হতে পেরে ভীষণ খুশি আমি।’

গতকালের ড্র’ সঞ্চালনা করেন  বিজ্ঞাপন বিভাগের জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) ইউছুপ মামুন। আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের বিজ্ঞাপন বিভাগের জেনারেল ম্যানেজার হারুনের রশিদ, মঞ্জুরুল ইসলাম, বিশেষ সংবাদদাতা সনৎ বাবলাসহ অন্য কর্তারা।

বিশ্বকাপ আয়োজনে দেশের শীর্ষ তিনটি প্রতিষ্ঠান কালের কণ্ঠের সঙ্গী হওয়ায় সন্তুষ্টি জানান কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন,‘ ওয়ালটন, সনি, নোভার মত প্রতিষ্ঠান আমাদের বিশ্বকাপ আয়োজনে সঙ্গী হওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আগামীতেও তারা পাশে থাকবে আমাদের।’

নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল পুরো আয়োজন নিয়ে জানালেন, কালের কণ্ঠের খেলার পাতা শুধু তরুণদের কাছে নয়, জনপ্রিয় সবার কাছে। এবারের বিশ্বকাপ কাভার করেছেন উপ-সম্পাদক মোস্তফা মামুন ও ক্রীড়া সম্পাদক সাইদুজ্জান। তাদের লেখনিতে কালের কণ্ঠের জনপ্রিয়তা বেড়েছে আরও। এবারের কুইজে পাঠকরা যেভাবে সাড়া দিয়েছেন, এককথায় অসাধারণ এটা।

ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর বিশ্বকাপ আয়োজন ও কুইজের ব্যাপক সাড়া নিয়ে রীতিমত অভিভূত, ‘ওয়ালটন গ্রুপ কালের কণ্ঠের সঙ্গে স্পনসরশিপ নয় কাজ করে পার্টনারশিপের ভিত্তিতে। আমরা এখন কালের কণ্ঠের রাজত্বে বা বসুন্ধরা আবাসিক এলাকাতেই চলে এসেছি। কুইজের এমন সাড়ায় আমরা অভিভূত। জনপ্রিয় এই দৈনিকটির সঙ্গে আমাদের বন্ধন অটুট থাকবে আগামীতেও।’

নোভা ইলেকট্রনিক্সের হিসাব বিভাগের প্রধান কামরুল হাসান সজীবও খুশি পাঠকদের ব্যাপক সাড়া দেখে, ‘এত পাঠককে আমাদের কুইজে অংশ নিতে দেখে খুব ভালো লাগছে।’

ওয়ালটন কালের কণ্ঠ বিশ্বকাপ ক্রিকেট কুইজ (১ম পর্ব)

প্রথম পুরস্কার ওয়ালটন এয়ারকন্ডিশনার (১.৫ টন), ফারজানা, ত্রিশাল, ময়মনসিংহ। ২য় পুরস্কার ওয়ালটন রেফ্রিজারেটর, মো. আনাস, মাওয়া, ৩য় পুরস্কার ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন, ঝিংকুমনি, ঢাকা, ৪র্থ পুরস্কার ওয়ালটন স্মার্টফোন, মাহমুদা বেগম, লালমোহন ভোলা, আনোয়ার হোসেন, নাঙ্গল কোর্ট, কুমিল্লা।  পঞ্চম পুরস্কার ওয়ালটন রাইস কুকার, রোকসানা আক্তার, হাতিরপুল, ঢাকা, মো. মানিক, ছোলমাইদ, ভাটারা, ঢাকা, আনোয়ার হোসেন, নাঙ্গলকোর্ট, কুমিল্লা, লামিয়া, মহাখালী, কহিনুর আক্তার, ফেনী। ৬ষ্ঠ পুরস্কার ওয়ালটন ব্লেন্ডার, নাজমুল, ডেমরা, নারায়ণগঞ্জ, রাহাত, মির্জাগঞ্জ, পটুয়াখালী, সজিব, ফেনি, মো: জাকের, ১১-ই পল্লবী, এ, কে, এম, মুস্তাফিজুর রহমান, খিলগাঁও, তালতলা, ঢাকা।

ওয়ালটন কালের কণ্ঠ বিশ্বকাপ ক্রিকেট কুইজ (২য় পর্ব)

প্রথম পুরস্কার ওয়ালটন এলইডি টিভি, মোসা. সুলতানা, মিরপুর, ঢাকা। ২য় পুরস্কার ওয়ালটন রেফ্রিজারেটর, সাবরিনা, ওয়ারী, ঢাকা। ৩য় পুরস্কার ওয়ালটন এলইডি টিভি, মো. জাহিদ, যাত্রাবাড়ী, ঢাকা। ৪র্থ পুরস্কার ওয়ালটন স্মার্টফোন, মো. মামুন, ১২৩ আরামবাগ, ঢাকা, সাব্বির মাহমুদ, কোতয়ালী, ঢাকা। ৫ম পুরস্কার ওয়ালটন রাইস কুকার, মোশাররফ হোসেন, গোদনাইল, নারায়ণগঞ্জ, সাবিনা আক্তার, দক্ষিণ বাড্ডা, ঢাকা, মো. রিয়াজ, শ্যামলী, ঢাকা, মো. জাহিদ, যাত্রাবাড়ী, ঢাকা, সুমাইয়া আক্তার, ইসলামপুর, ঢাকা। ৬ষ্ঠ পুরস্কার ওয়ালটন ব্লেন্ডার, মফিদুল ইসলাম, অক্ষয় দাস লেন, ঢাকা, কামরুজ্জামান, তেজগাঁও, মো.  জাহিদ, ঢাকা, মো. জাহিদ, ঢাকা, নিঘাত সুলতানা, মগবাজার, ঢাকা।

নোভা কালের কণ্ঠ বিশ্বকাপ ক্রিকেট কুইজ

১ম পুরস্কার নোভা রেফ্রিজারেটর, নূর হোসেন মুন্না, পাইকগাছা, খুলনা। ২য় পুরস্কার নোভা স্মার্ট এলইডি ৪০ ইঞ্চি টিভি, নুরুল হক, চৌদ্দগ্রাম, কুমিল্লা। ৩য় পুরস্কার নোভা ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, রকিবুল, বরিশাল। ৪র্থ পুরস্কার নোভা টোস্টার মেকার, শারমিন, বগুড়া, মরিয়ম বেগম, নয়াবাজার, সেলিম, পাগলা। ৫ম পুরস্কার নোভা সেন্ডউইচ মেকার, খায়রুন্নেছা, তেজগাঁও ঢাকা, সোহাগ, পল্টন ঢাকা ।

সনি র‌্যাংগস কণ্ঠ বিশ্বকাপ ক্রিকেট কুইজ

১ম পুরস্কার সনি ৪০ ইঞ্চি ফুল এইচডি এলইডি টিভি, মো.  জাকির, ১২-ই পল্লবী। ২য় পুরস্কার র‌্যাংগস ৩২ ইঞ্চি এলইডি টিভি, শ্যামলী পারভীন, ২/১৮ মিরপুর। ৩য় পুরস্কার র‌্যাংগস ২৪ ইঞ্চি এলইডি টিভি, হেনা আক্তার, অষ্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া। ৪র্থ পুরস্কার সনি পাওয়ার ব্যাংক, নুরুল আহাদ, আশুলিয়া, ঢাকা। রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৯/সাইফ