অর্থনীতি

‘বাংলাদেশে বড় বিনিয়োগ করবে জাপান’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সার্বিক খাতে বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবে জাপান এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কালাম।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী ও জাপানি রাষ্ট্রদূত নাও‌কি ই‌তো’র প্র‌তি‌নি‌ধিদল পারস্প‌রিক বি‌ভিন্ন বিষয় নি‌য়ে বৈঠক শেষে তিনি এই কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘সুমিতমো, নিপ্পন স্টিল, হোন্ডা ও সজিত করপোরেশনের মতো বড় বড় জাপানি কোম্পানি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিনিয়োগ করবে। ইতোমধেই এসব কোম্পানি স্বল্প পরিসরে দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে শুরু করেছে। সামনে বড় আকারের বিনিয়োগ নিয়ে আসছে।’

তিনি বলেন, ‘জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশকে আশ্বস্ত করেছে। খুব শিগগরই দুই দেশের প্রতিনিধিরা বসে বিনিয়োগের পরিমাণও নির্ধারণ হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করবে জাপানের বিনিয়োগকারীরা। বাংলাদেশের অবকাঠামো ঠিক আছে। দুই দেশের প্রতিনিধিরা বসে বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হবে। জাপানের বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করে এই বিষয়ে নানা উদ্যোগ নিয়ে ছিলেন প্রধানমন্ত্রী। তারই হাত ধরে বড় আকারে বিনিয়োগ আসবে বাংলাদেশে।’

অর্থমন্ত্রী বলেন, “জাপানি রাষ্ট্রদূত এর মধ্যে আরো মিটিং করেছেন। তিনি বহুবার বলেছেন আমাদের সকল অবকাঠামো ঠিক আছে। প্রধানমন্ত্রী তিনি নিজেও কো অ্যাকটিভলি কাজ করছেন জাপানি বিনিয়োগ বৃদ্ধির জন্য। জাপানি বিনিয়োগ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী একাধিকবার জাপানি সরকারের সাথে মিটিং করেছেন। সেই ধারাবাহিকতায় আমি আশা করি আগামী দিনে অপ্রত্যাশিতভাবে দেশে জাপানি বিনিয়োগ বাড়বে। ’

‘প্রধানমন্ত্রী যখন জাপান যাবেন, অথবা জাপানের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসবেন সেই সময় বিনিয়োগ অংক নির্ধারিত হবে যে কী পরিমাণে বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি। সেগুলা হয় দুই বছরে একবার। রাউন্ড দ্যা টাইম এগুলো এক্সিকিউটিভ হয়। আমাদের যে প্রকল্পগুলো জাপানের সঙ্গে আছে। সেগুলা সুন্দরমতো কাজ চলমান আছে। কাজের গতিও ভালো। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পগুলো শেষ হবে।”

তিনি আরো বলেন, ‘মেট্রোরেল ও ১২০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ বেশ কিছু প্রকল্প চলমান আছে জাপানি অর্থায়নে। এসব প্রকল্পের বাস্তবায়ন গতি দেখেই জাপানি বন্ধুরা সন্তুষ প্রকাশ করেছেন। মেগা প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রীর অফিস দেখাশুনা করে।’

এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদসহ জাপানি প্রতিনিধিরা।

 

ঢাকা/হাসিবুল/সনি