অর্থনীতি

তিন দিনের পতন শেষে উত্থানে পুজিঁবাজার

টানা তিন দিনের পতন শেষে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

পাশাপাশি ডিএসইতে লেনদেনও সামান্য বেড়েছে। দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৬টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

এদিন লেনদেন হয়েছে ২৭৬ কোটি ৪৩ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ২২ কোটি পাঁচ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৫৪ কোটি ৩৮ লাখ টাকা। ঢাকা/নাসির/সনি