অর্থনীতি

ওয়ালটন-আলোকিত বাংলাদেশ বিশ্বকাপ কুইজ পুরস্কার বিতরণ

ওয়ালটন-আলোকিত বাংলাদেশ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা আহসানিয়া মিশন অডিটরিয়ামে আলোকিত বাংলাদেশের যুগ্ম সম্পাদক আওরঙ্গজেব খানের সভাপতিত্বে প্রথম ও দ্বিতীয় পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর।

আলোকিত বাংলাদেশের ক্রীড়া বিভাগের পরিচালনায় হেড অব মার্কেটিং মো. জিয়াউল করিমের সঞ্চালনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন ওয়ালটনের জেষ্ঠ্য কর্মকর্তা আরজু হোসাইন, আলোকিত বাংলাদেশের প্রধান প্রতিবেদক মতলু মল্লিক, জেষ্ঠ্য সহ-সম্পাদক মো. শফিউল বাসার, ভারপ্রাপ্ত স্পোর্টস ইনচার্জ সিনিয়র রিপোর্টার শফিক কলিম, হেড অব ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস মো. জামিল হোসেন, সার্কুলেশন ম্যানেজার দেবেন্দ্র মজুমদার, মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা এসএম নজমুদ্দীন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করেন প্রথম ও দ্বিতীয় পর্বে সাড়ে ১৩ সিএফটি রেফ্রিজারেটর বিজয়ী নারায়ণগঞ্জের পাগলা এলাকার মো. জনি ও চট্টগ্রাম ডবলমুরিংয়ের সহকারি শিক্ষক রাজিব দাস।

১ম পর্বের বিজয়ী : প্রথম পুরস্কার (১৩.৫ সিএফটি রেফ্রিজারেটর) : জনি, পিতা- হারুন, পাগলা, নারায়ণগঞ্জ; দ্বিতীয় পুরস্কার (৩২ ইঞ্চি এলইডি টিভি) : ইয়াসিন, পিতা- মো. মোস্তফা, নাঙ্গলকোট, কুমিল্লা; তৃতীয় পুরস্কার (মাইক্রোওয়েভ ওভেন) : কুলসুম, পিতা- ওমরআলী, রায়পুরা, নরসিংদী; চতুর্থ পুরস্কার (রাইস কুকার) : মো. রবিন, পিতা- আব্দুল হাসেম, লাকসাম, কুমিল্লা; লিসা, পিতা- শাহজাহান খান, বাদামতলী, ঢাকা; ইফরাত, পিতা- মোস্তফা, লক্ষীপুর; নুরুল আহাদ, পিতা- আব্দুল বারী, আশুলীয়া, ঢাকা; তোয়াসিন, পিতা- জুয়েল, কুমিল্লা।

পঞ্চম পুরস্কার (ব্লেন্ডার) : এনামুল হক, পিতা- মো. সুমন, বরাব, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ; আরমান, পিতা-লিটন খান, ইংলিশ রোড, ঢাকা; জান্নাতুন নাঈম, পিতা- আবু তাহের, ৬২/৩ বি দক্ষিণ মুগদা, ঢাকা; ইসমাইল, পিতা- আব্দুল হক, সেনবাগ, নোয়াখালী; শাহরিয়া, পিতা - ইব্রাহিম, ওয়ারী, ঢাকা।

২য় পর্বের বিজয়ী : প্রথম পুরস্কার (৪৩ ইঞ্চি এলইডি টিভি) : রাজিব দাস, পিতা- মানিক চন্দ্র দাস, সারদেশ্বরী, ডাবলমুরিং, চট্টগ্রাম; দ্বিতীয় পুরস্কার (রেফ্রিজারেটর-১২.৫ সিএফটি) : আদিবা, পিতা- মো. রিয়াজ, বনানী ঢাকা; তৃতীয় পুরস্কার (মাইক্রোওয়েভ ওভেন) : কবির, পিতা- আবুল হোসেন, মুরাদ নগর, কুমিল্লা।

চতুর্থ পুরস্কার- (রাইস কুকার) : মোক্তাদিরুল ইসলাম, পিতা- সাইফুল ইসলাম, গঙ্গাচরা, রংপুর; মো. সুমন, পিতা- মো. ইসলাম, ডেমরা, ঢাকা; যুবরাজ, পিতা-ইকবাল আহম্মেদ, মগবাজার, ঢাকা; মো. রাশেদ, পিতা- শামসুল আলম, মিরপুর, ঢাকা; আফরিন, পিতা- আবুল হোসেন, রামগঞ্জ।

পঞ্চম পুরস্কার- (ব্লেন্ডার) : মিথিলা, পিতা- মো. মিজানুর রহমান, ১৩৮/১০, লালবাগ, ঢাকা; নুসরাত জাহান, পিতা- আব্দুল আউয়াল, কাজীপাড়া, ঢাকা; নুরুন নাহার, পিতা- রফিকুল ইসলাম, কাজীপাড়া, ঢাকা; মো. শাহিন, পিতা- মো. মতিউর, প্রাইম ইউনিভার্সিটি; রোকেয়া, পিতা - সেরাজুল, সোবাহানবাগ, ঢাকা।

উপস্থিত থাকতে না পারা বিজয়ীদের আলোকিত বাংলাদেশের মানব সম্পদ বিভাগে যোগাযোগ করে পুরস্কার নেয়ার অনুরোধ করা হয়েছে।

 

ঢাকা/আরজু/সনি