অর্থনীতি

ডিজিটাল বাংলাদেশ পদক পেল ওয়ালটন

ডিজিটাল ডিভাইস উৎপাদনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদানের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’ পদক পেয়েছে দেশীয় ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর হাতে এ পদক তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে যারা উৎপাদন করছে, তাদের অনেক বেশি অগ্রাধিকার দিতে হবে। সার্বিক দিক খেয়াল রাখতে হবে। তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। বাইরে থেকে যারা বাংলাদেশে উৎপাদন তৈরি করতে আসবে, তাদের পণ্যটি দেখতে হবে। আমাদের প্রধান কাজ হবে আমরা এসব এলাকায় কত রাজস্ব অর্জন করতে পারব কতটা কর্মসংস্থান হবে। এই ‍দুটি বিষয়ে আমাদের বিশেষ নজর দিতে হবে।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘আমরা জিজিটাল খাতে অনেক এগিয়েছি। আমরা দেশেই উৎপাদনের মাধ্যমে কম্পিউটার ও মোবাইলের চাহিদা পূরণ করছি। আমরা সব সূচকেই এগিয়ে যাচ্ছি। মানসূচক উন্নয়নে আমাদের অবস্থান দ্বিতীয়।’

ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, ‘বাংলাদেশে ওয়ালটনের যে সমস্ত পণ্য তৈরি হচ্ছে সেটির প্রতি যথেষ্ট আস্থা রয়েছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। আমরাও আশ্বস্ত করতে চাই সরকার আমাদেরকে যে সহযোগিতা করছে সেটি যদি অব্যাহত রাখে তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারব। আমাদের শ্লোগান ‘মেড ইন বাংলাদেশ, সময় এখন বিশ্ব জয়ের’। আমরা এ স্লোগানকে ধারণ করে আরো অনেকদূর এগিয়ে যেতে চাই।’ ঢাকা/ইয়ামিন/সনি