অর্থনীতি

শেষ মুহূর্তে ওয়ালটন প্যাভিলিয়নে ভিড়

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। শেষ মুহূর্তে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন প্যাভিলিয়নে চলছে বিক্রির ধুম৷

শেষ দিনে মেলায় ক্রেতা সমাগম কম থাকলেও ওয়ালটনের প্যাভিলিয়নে ছিল ক্রেতাদের ভিড়। সাশ্রয়ী দামে উচ্চ গুণগতমানের ফ্রিজ, টিভি, ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য কিনতে বেশিরভাগ ক্রেতাই ভিড় করছেন ওয়ালটন প্যাভিলিয়নে।

বৃহস্পতিবার ওয়ালটনের প্যাভিলিয়ন ঘুরে দেখা গেছে, মেলার শেষ মুহূর্তে ক্রেতারা তাদের পছন্দের পণ‌্যটি কিনতে ব্যস্ত৷ বিশেষ করে ওয়লটনের ফ্রিজ, টিভি, এসি, মোবাইল, হোম অ‌্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্য দেখেছেন ক্রেতারা।

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর বলেন, ‘এবারের মেলায় শুরু থেকেই ওয়ালটন প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেশ ভালো। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ায় মেলায় আগত বেশিরভাগ ক্রেতা-দর্শনার্থীই অন্তত একবারের জন্য হলেও ওয়ালটন প্যাভিলিয়নে এসেছেন।’

তিনি বলেন, আজ শেষ দিনেও ভালোই বিক্রি হচ্ছে। সাশ্রয়ী দামে ভালো মানের ফ্রিজ, টিভি, ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটে আসছেন প্যাভিলিয়নে। সার্বিক বিবেচনায় এবারের মেলায় বিক্রি বেশ ভালো।

তিনি বলেন, এ বছর বাণিজ্য মেলায় ওয়ালটন প্রচুর সংখ্যক মডেলের পণ‌্য নিয়ে এসেছিল। ক্রেতাদের কাছ থেকেও ভালোই সাড়া পাওয়া গেছে। ক্রেতাদের কথা চিন্তা করে আগামী বছর বাণিজ্য মেলায় আরো নতুন নতুন মডেলের পণ‌্য নিয়ে আসা হবে। ঢাকা/হাসিবুল/সাইফ