অর্থনীতি

‘এক দশকে দারিদ্র্য ব্যাপক হারে কমেছে’

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম বলেছেন, গত এক দশকে দারিদ্র্য ব্যাপক হারে কমেছে। দারিদ্র‌্য নিরসনে আমরা সফলতা পেয়েছি।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২০-২০২৪) দলিল প্রণয়নের লক্ষ্যে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের প্রথম সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিনিয়র সচিব ড. শামসুল আলম বলেন, দেশে ধনী- গরিবের মধ্যে ভোগবৈষম্য তেমন একটা নেই। তবে আয়বৈষম্য আছে। কীভাবে আয়বৈষম্য কমিয়ে সবার মধ্যে উন্নয়নের সুফল ছড়িয়ে দেয়া যায়, সে উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নের সুফল সবার মধ্যে ছড়িয়ে দিতেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসারে নানা উদ্যোগ নেয়া হবে। আমরা এমনভাবে পরিকল্পনা গ্রহণ করব, যাতে প্রবৃদ্ধি অর্জন ভালো হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় ও দারিদ্র‌্য আরো কমে আসে।

সভায় উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, পিপিআরসির নির্বাহী পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান, কৃষি অর্থনীতিবিদ ড. এম এ জব্বার প্রমুখ।

 

ঢাকা/হাসিবুল/রফিক