অর্থনীতি

সেন্ট্রাল ফার্মার ওষুধের নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালসের কিছু ওষুধের নিবন্ধনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২২ মার্চ ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ) এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

সোমবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

জানা গেছে, এর আগে গত ৫ মার্চ ওষুধ প্রশাসন অধিদফতর কোম্পানিটির কয়েকটি ওষুধের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করে। এছাড়া গত বছরের ৫ ডিসেম্বর থেকে কোম্পানিটির কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। ঢাকা/এনটি