অর্থনীতি

করোনার চিকিৎসা সরঞ্জাম আমদানিতে অগ্রিম অর্থ অনুমোদন

করোনাভাইরাস সম্পর্কিত জীবনরক্ষাকারী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ আমদানির জন্য অগ্রিম অর্থ দেওয়ার অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক।

এজন্য পাঁচ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ অন্য বিদেশি মুদ্রা অগ্রিম দেওয়ার অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জরুরি চিকিৎসা সরঞ্জাম আমদানির জন্য রি-পেমেন্ট গ্যারান্টি ছাড়াই পাঁচ লাখ মার্কিন ডলার বা এই পরিমাণ অন্য বিদেশি মুদ্রার অগ্রিম প্রদান ‘তাৎক্ষণিক কার্যকরের’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাস সম্পর্কিত জীবনরক্ষাকারী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ আমদানির জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে অন্যান্য নির্দেশনা অপরিবর্তন থাকবে।

সংশ্লিষ্ট সবপক্ষকে বিষয়টি দ্রুত অবগত করার জন্যও বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা/হাসান/জেডআর