অর্থনীতি

১৪ এপ্রিল পর্যন্ত ডিএসই ও সিএসই’র লেনদেন বন্ধ

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত শেয়ার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

রোববার (০৫ এপ্রিল) ডিএসই’র উপমহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) মো. শফিকুর রহমান এবং সিএসই’র  জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএসই’র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে৷ ১৪ তারিখ পহেলা বৈশাখের ছুটির সঙ্গে যুক্ত হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার৷ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ডিএসই ১৪ এপ্রিল পর্যন্ত ডিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজ বন্ধ থাকবে৷

এদিকে সিএসইর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২ এপ্রিল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১১ এপ্রিল পর্যন্ত শেয়ার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সিএসই।  রোববার দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে৷ এছাড়া ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) ছুটি থাকায় ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার৷ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ১৪ এপ্রিল পর্যন্ত সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজ বন্ধ থাকবে৷ ঢাকা/এনটি/জেডআর