অর্থনীতি

ইস্টার্ন ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাববছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ইবিএলের পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

শেষ হওয়া হিসাববছরে কোম্পানির এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৪ দশমিক ৯৪ টাকা (রিস্টেটেড)। সমন্বিত ইপিএস হয়েছে ৪ দশমিক ৯২ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩১ দশমিক ৪৯ টাকা। আর সমন্বিতভাবে এনএভি ছিল ৩১ দশমিক ৯৮ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে সকাল ১১টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মে।

 

ঢাকা/এনটি/জেনিস