অর্থনীতি

বিনিয়োগকারী ও ব্রোকারদের বিও নবায়ন ফি মওকুফের দাবি

সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব নবায়ন ফি মওকুফের জন্য শেয়ার সংরক্ষণের তথ্যভাণ্ডার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কাছে দাবি করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান। একইসঙ্গে ব্রোকারেজ হাউজগুলোর বিও নবায়ন ফি মওকুফ করার জন্য সিডিবিএলকে আহ্বান জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সারাবিশ্বের মতো করোনাভাইরাসের প্রভাব দেশের পুঁজিবাজারেও পড়েছে। এতে হতাশায় রয়েছেন বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা দিতে সরকারসহ সংশ্লিষ্ট মহলে দাবি জানিয়েছেন মো. রকিবুর রহমান।

এ প্রসঙ্গে ডিএসই’র পরিচালক মো. রকিবুর রহমান বলেন, ‘সিডিবিএলের কাছে বিও নবায়ন ফি মওকুফ করার বিনীত অনুরোধ করছি। দুর্দশাগ্রস্ত বিনিয়োগকারীদেরকে কিছুটা রক্ষা করার জন্য হলেও এ বছর নবায়ন ফি মওকুফ করা উচিত। একইসঙ্গে যেসব হাউজ থেকে সিডিবিএলের থেকে বেশি নবায়ন ফি চার্জ করা হয়, সেসব হাউজকেও এ বছর নবায়ন ফি মওকুফ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’ ঢাকা/এনটি/সাজেদ