অর্থনীতি

সোনালী ব্যাংকে মুক্তিযোদ্ধাদের ঋণের কিস্তি স্থগিত

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কনজু‌্যমার লোন ও সরকারি ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মেয়াদের ঋণের এপ্রিল মাসের কিস্তি স্থগিত করেছে সোনালী ব্যাংক লিমিটেড।

বুধবার (১৫ এপ্রিল) সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জাকির হোসেন খান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহতাব হোসেন সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের এই সংকটকালীন মুহূর্তে সীমিত আয়ের মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করার জন্য সোনালী ব্যাংক লিমিটেডের সাধারণ ঋণের আওতায় বিতরণ করা কনজু‌্যমার লোন বা পার্সোনাল লোন এবং সরকারি ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ঋণের এপ্রিল মাসের কিস্তি কর্তন স্থগিত করা হয়েছে।  তবে কনজুমার লোন, পার্সোনাল লোন  ও  সরকারি ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মেয়াদে ঋণ হিসাবের মেয়াদ পূর্তির পরবর্তী মাসে অতিরিক্ত কিস্তির মাধ্যমে আদায় করা যাবে। 

আর এই আদেশ সোনালী ব্যাংকের সব শাখায় পাঠিয়ে নির্দেশনা বাস্তবায়ন করার অনুরোধ জানানো হয়েছে। ঢাকা/ এম এ রহমান/জেডআর