অর্থনীতি

দেশে প্রথম বারের মতো ডিজিটাল মাধ্যমে এজিএম করল গ্ল্যাক্সো স্মিথ

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারে ঔষধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন বাংলাদেশের (জিএসকে) ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) । ডিজিটাল প্ল্যাটফর্মে দেশে এই প্রথম এজিএম হলো।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এজিএমে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত পান্ডে, পরিচালক মো. আবুল হোসেন, রেজাউল হক চৌধুরী, মহসিন উদ্দিন আহমেদ, জাহেদুর রহমান, হাসনাইন আহমেদ এবং কোম্পানি সচিব মো. নাহারুল ইসলাম মোল্লাসহ অন্যান্য শেয়ারহোল্ডারাও এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

সভায় কোম্পানির সদস্যবৃন্দ পরিচালক ও নিরীক্ষকের প্রতিবেদনসহ ২০১৯ সালের বার্ষিক হিসাব এবং প্রতি ১০ (দশ) টাকা শেয়ারে ৫৩০ শতাংশ লভ্যাংশ এই এজিএমে অনুমোদন দেওয়া হয়।

 

ঢাকা/এনটি/সাজেদ