অর্থনীতি

১৬ মে পর্যন্ত লেনদেন বন্ধ রাখবে উভয় স্টক এক্সচেঞ্জ

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৬ মে (শনিবার) পর্যন্ত দেশের পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

বুধবার (০৬ মে) ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) মো. শফিকুর রহমান এবং সিএসই’র জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম এ তথ্য নিশ্চিত করেন।

উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ডিএসই ও সিএসই ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাপ্তরিক কাজ ওই সময় পর্যন্ত বন্ধ থাকবে৷

এদিকে ১৬ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও ১০ মে থেকে লেনদেন চালুর জন্য বিভিন্ন শর্ত সাপেক্ষে বিএসইসির সম্মতি চেয়ে অনুমতি চেয়েছে ডিএসই। গত ৩ মে এ বিষয়ে বিএসইসি’র চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক। এই পরিস্থিতিতে বিএসইসির সম্মতি পেলে লেনদেন চালু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।

 

ঢাকা/এনটি/জেডআর