অর্থনীতি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ডিএসইর কোটি টাকার অনুদান

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

রোববার (১০ মে) সকালে ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব আহমদ কায়কাউসের হাতে এ চেক তুলে দেন।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরইমধ্যে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে৷ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে৷ যান চলাচল বন্ধ করার পাশাপাশি জনসাধারণের চলাচল সীমিত করেছে৷ একইসঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে লকডাউন ঘোষণা করেছে৷ এতে সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে৷ এ অবস্থায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসাবে আজ কর্মহীন, দুস্থ ও ছিন্নমুল মানুষের সহায়তায় ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান পরিচালনা পর্ষদের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার একটি চেক হস্তান্তর করেন৷

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন৷

 

ঢাকা/এনটি/জেডআর