তানজিনা ইভাঢাকা, ২৫ জানুয়ারি : মেলা মানেই মেয়েদের সাজগোজের রকমারি জিনিসের হাট। বরাবরের মত এবারেও বাণিজ্য মেলায় মেয়েদের বিশেষ আকর্ষণে রয়েছে চুড়ি।
মেলা ঘুরে দেখা যায় বেশ কয়েকটি শুধু চুড়িরই দোকান। আবার কয়েকটি দোকানে কসমেটিকস, নানা রকম গহনার পাশাপাশি স্টলের একটা বড় অংশ জায়গা করে নিয়েছে চুড়ি।
সাদা, কালো, লাল, গোলাপি, সবুজ, কমলা, সোনালী, তামাটে, নীল, হলুদ, খয়েরীসহ নানা রংয়ের আর ভিন্ন ভিন্ন ডিজাইনে সাজানো চুড়িগুলো। যেখান থেকে ক্রেতারা দরদাম করে পছন্দসই চুড়ি কিনছেন। আবার কেউবা শুধুই নেড়েচেড়ে দেখে যাচ্ছেন, আরেকদিন কিনতে আসবেন বলে।
স্টল ঘুরে দেখা যায় ডিজাইন ভেদে এক ডজন চুরির দাম ৩০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মেলায় চুড়ি কিনছিলেন পুরান ঢাকা থেকে ঘুরতে আসা মিম রহমান। তার সঙ্গে কথা বললে তিনি বলেন, সাজগোজের মধ্যে আমার প্রথম পছন্দ চুড়ি। কোথাও যাওয়ার সময় ড্রেসের সঙ্গে মিল করে চুড়ি পড়া আমার চাই-ই। আর তাই মেলায় ঘুরতে এসে তিন ডজন চুড়ি কিনেছি।
মেলার দোকানগুলোতে জয়পুরি, লাগমা, কাশমেরি, দাবা, কেনি, রেশমি চুড়িসহ বাহারি নামের চুড়ি বিক্রি হচ্ছে বলে জানালেন চুড়ি বিক্রেতা শামসুল হোসেন।
তিনি বলেন, অন্যান্য জিনিসের ক্রেতার চেয়ে চুড়ির ক্রেতার সংখ্যাই বেশি। বিক্রিও বেশ ভালো হচ্ছে বলে জানান।
রাইজিংবিডি / ইভা / লিমন