অর্থনীতি

পুঁজিবাজারে লেনদেন শুরু রোববার

করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামী রোববার (৩১ মে) থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ মে) লেনদেন চালুর অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমতি দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ রাইজিংবিডিকে বলেন, আজ (বৃহস্পতিবার) বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জকে লেনদেন ও সেটেলমেন্টসহ সব কর্মকাণ্ড পুনরায় চালু করার অনাপত্তি দিয়েছে।  সে হিসেবে আমরা  রোববার (৩১ মে) থেকে লেনদেন চালু করব।

 

এনটি/সাইফ