অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিএসইসি’র বৈঠক সোমবার

করোনাভাইরাস পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে আগামী সোমবার (১ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ওইদিন বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে কমিশনাররাও উপস্থিত থাকবেন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারের উন্নয়ন ও করোনাভাইরাস পরবর্তী সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এছাড়া, দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা করা হবে।

এর আগে এক সাক্ষাতকারে বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘অর্থমন্ত্রণালয়ের অধীনে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সহ অন্যান্য পক্ষের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারের উন্নয়নে কাজ করা হবে।’ ঢাকা/এনটি/ইভা