অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের শাখায় ভিড় কমাতে ডিজিটাল লেনদেনের সীমা বাড়লো

গ্রাহকদের শাখায় আসা নিরুৎসাহিত করতে ডিজিটাল লেনদেনের সীমা বাডিয়েছে ব্র্যাক ব্যাংক। বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা কার্ড পেমেন্টের ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে দিনে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

এছাড়া, এটিএম বুথ থেকে গ্রাহকরা দিনে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন, যা আগে দিনে ২ লাখ টাকায় সীমাবদ্ধ ছিল। প্রিমিয়াম ব্যাংকিংয়ের গ্রাহকরা এটিএম বুথ থেকে দিনে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন। 

জানতে চাইলে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের শাখাগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পরও লেনদেনের সীমিত সময়ের কারণে গ্রাহকদের ভিড় কমছে না। যা শাখাগুলোতে স্বাস্থ্যঝুঁকি কমানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। এ কারণেই আমরা বিকল্প চ্যানেলে লেনদেনের সীমা বাড়িয়ে দিয়েছি।’এর ফলে শাখায় আসা গ্রাহকদের ভিড় কমে যাবে বলেও  তিনি আশা প্রকাশ করেন। এম এ রহমান/এনই