অর্থনীতি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বিএমবিএ

পুঁজিবাজারে শেয়ার ও ইউনিট দরে বেধে দেওয়া চলমান ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দর) তুলে দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব চলছে। এ গুজবের সঙ্গে যুক্ত করা হয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিশেয়নের (বিএমবিএ) নাম।

তবে এ ধরনের প্রস্তাব কোথায় দেওয়া হয়নি বলে বিএমবিএ কর্তৃপক্ষ দাবি করেছে।

সোমবার (২২ জুন) এ বিষয়ে বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান গণমাধ্যমকে বলেন, বিএমবিএ কোথাও ফ্লোর প্রাইস ওঠানো নিয়ে কোনো ধরনের প্রস্তাব দেয়নি। ফ্লোর প্রাইস বসানো বা ওঠানোর বিষয়ে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বিএমবিএর। শুধু শুধু বিএমবিএকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি একটি গণমাধ্যমে ‘চার শতাংশ সুদে ঋণ চায় মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস’ শীর্ষক নিউজের মধ্যে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার বিষয়ে বলা হয়েছে। এতে বিএমবিএ প্রস্তাব দিয়েছে এমন কথা বলা না হলেও বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

এ ধরনের গুজব থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএমবিএ সভাপতি।

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে ১৯ মার্চে বিশেষ পরিস্থিতিতে তৎকালীন কমিশন ফ্লোর প্রাইস চালু করেছে। তবে নতুন কমিশন এসে ব্লক মার্কেটের জন্য ফ্লোর পাইস তুলে দিতে স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা/এনটি/এসএম