অর্থনীতি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২.৫৩ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ৪৯ লাখ ৩৪ হাজার ১৬৭টি শেয়ার লেননদেন হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ১৩ লাখ ৭২ হাজার ৯০০ টাকা, যা মোট লেনদেনের ১.১০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় তথ্য এ তথ্য উঠে এসেছে।

এদিকে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২.০৫ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ১৫ লাখ ৫৭ হাজার ৬৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ২২ লাখ ৫২ হাজার ৮০০ টাকা, যা মোট লেনদেনের ০.৪৩ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে লিন্ডে বাংলাদেশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২.৭৪ শতাংশ কমেছে। এ সপ্তাহে কোম্পানিটির ৮৯ হাজার ৭১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ ১১ হাজার টাকা, যা মোট লেনদেনের ০.৪১ শতাংশ।

চতুর্থ অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২.২০ শতাংশ বেড়েছে। এ সপ্তাহে কোম্পানিটির ৯৬ লাখ ৭৭ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৯ লাখ ৯ হাজার ২০০ টাকা, যা মোট লেনদেনের ০.৩১ শতাংশ।

পঞ্চম অবস্থানে রয়েছে রেকিট বেনকিজার। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২.৫৩ শতাংশ কমেছে। এ সপ্তাহে কোম্পানিটির ২৩ হাজার ৯৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৬ লাখ ৮০ হাজার ২০০ টাকা, যা মোট লেনদেনের ০.৩০ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে ইন্দো বাংলা ফার্মা, সপ্তম অবস্থানে সেন্ট্রাল ফার্মা, অষ্টম অবস্থানে ওয়াটা কেমিক্যাল, নবম অবস্থানে ফার্মা এইড ও দশম অবস্থানে আল-আরাফা ইসলামী ব্যাংক। ঢাকা/এনটি/এসএম