অর্থনীতি

চতুর্থ বারের মতো ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ ক্রেডিট রেটিং

ব্র্যাক ব্যাংক আবারও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেটিং এজেন্সি মুডি’স এর ইনভেস্টর সার্ভিসে সর্বোচ্চ ক্রেডিট রেটিং পেয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো মুডি’স এর ইনভেস্টর সার্ভিসে বাংলাদেশী ব্যাংকের পক্ষে সর্বোচ্চ রেটিং।

সোমবার (২৯) সংবাদ সম্মেলনে ব্যাংকটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ব্র‌্যাক ব‌্যাংক বলছে, ‘সম্মানজনক ব্র্যান্ড হওয়ার পাশাপাশি ব্রাঞ্চ ও এটিএমের দেশব্যাপী বিস্তৃতি, শীর্ষস্থানীয় মোবাইল প্ল্যাটফর্ম বিকাশ এবং ক্রমবর্ধমান এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যাংকটির অবস্থান আরো শক্তিশালী করেছে।’

মুডি'স বলেছে, ‘অন্যান্য ব্যাংকগুলোর তুলনায় ব্র্যাক ব্যাংকের শক্ত অবস্থানের পেছনে রয়েছে এর মজবুত এসেট কোয়ালিটি, লাভজনকতা, বলিষ্ঠ মূলধন, স্থিতিশীল তহবিল প্রোফাইল ও তারল্য। সেই সাথে এর উচ্চ-উৎপাদনশীল ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) পোর্টফোলিও স্থানীয় মার্কেটে ব্যাংকটিকে শক্ত অবস্থানে নিয়ে গেছে।’

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেল সুশাসন, স্বচ্ছতা এবং মানভিত্তিক ব্যাংকিংয়ের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে পরিচালিত হয়।’

তিনি বলেন, ‘আমাদের সকল গ্রাহক সব সময়ই আমাদের প্রতি অবিচল আস্থা দেখিয়ছেন। আমরা আমাদের ব্যবসায়িক কৌশল এবং পারফরম্যান্সের মেট্রিক্সগুলোতে সেই আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ব্র্যাক ব্যাংক টানা চার বছর ধরে ‘বিএ৩’ সার্বভৌম রেটিং মান বজায় রাখা একমাত্র বাংলাদেশি ব্যাংক। ঢাকা/এম এ রহমান/রফিক