অর্থনীতি

২৮২ কোটি টাকার ঋণ পেলো মেঘনা ইকোনমিক জোন

বাংলাদেশ ব্যাংক থেকে ২৮২ কোটি ৫৬ লাখ টাকার ঋণ পেয়েছে বেসরকারিখাতে নারায়ণগঞ্জে নির্মাণাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) থেকে প্রকল্পটি অনুমোদন পায়।

সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাংলাদেশ ব্যাংক গঠিত ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইনান্সিং ফ্যাসিলিটি-২ (আইপিএফএফ-২) প্রকল্পের আওতায় প্রকল্পটিকে দীর্ঘমেয়াদি এই ঋণ দেওয়া হলো।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জে ইকোনমিক জোন নির্মাণের জন্য মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডকে অর্থায়নের বিপরীতে প্রকল্পে অংশগ্রহণকারী ছয়টি পিএফআই যথা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মাধ্যমে সিন্ডিকেশন প্রক্রিয়ায় ২৮২ লাখ ৫৬ কোটি টাকা দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হয়েছে। শাহ আলম খান/জেডআর