অর্থনীতি

পাটের সুদিন ফেরাতে বিজনেস প্ল্যানের পরামর্শ অর্থনীতিবিদদের

পাটের সুদিন ফিরিয়ে আনতে নতুন উদ‌্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, পাটশিল্পকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে হবে। এজন‌্য ‘বিজনেস প্ল্যান’ তৈরিরও পরামর্শ দিয়েছেন তারা।

তবে, এখন পাটকলগুলো বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘পাটকলগুলোকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে হলে অর্থনীতিবিদদের অভিমত নিতে হবে।’

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘এই শিল্পকে নতুন রূপ দিতে যে ফর্মুলা তৈরি করা হবে, সেখানে সরকারের মালিকানা রাখা যাবে না। পাটশিল্পকে পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। সেখানে দেশি-বিদেশি দক্ষ উদ্যোক্তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যা পরিচালিত হবে রফতানি প্রক্রিয়াজাত অঞ্চল (ইপিজেড)-এর মতো।’

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্বব‌্যাপী পাটের ব্যবহার দিনদিন বাড়ছে। বাংলাদেশি পাটের একটা সম্ভাবনাময় বাজার রয়েছে। একে ব্র্যাান্ডিংয়েরও উদ্যোগ জরুরি।’

ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পাটকলের জমিতে কেউ যেন আবাসন ব্যবসার সুযোগ না পায়। পুরনো মূলধনী যন্ত্রপাতির পুনঃব্যবহারের চেয়ে শতভাগ সক্ষমতা অর্জনে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। এজন‌্য কার্যকর বিজনেস প্ল্যান তৈরি করতে হবে।

উল্লেখ‌্য, চলতি বছরের ২ জুলাই (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার।’ শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিয়ে সংস্কার ও আধুনিকায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান। শাহ আলম খান/এনই