অর্থনীতি

ইস্টার্ন ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অন‌ুমোদন

পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। 

এজিএমে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডাররা ২৫ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ১৫ শতাংশ অনুমোদন করেছেন।

বুধবার (০৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইস্টার্ন ব্যাংকের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

এর আগে ব্যাংকটি গত ৫ এপ্রিল পর্ষদ সভায় ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।