অর্থনীতি

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

এক সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির তালিকার শীর্ষ স্থানে এসেছে পিপলস ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের দর ৩৯.৭১ শতাংশ বেড়েছে।

আলোচ্য সপ্তাহে ওই কোম্পানি গড়ে প্রতিদিন ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে। পুরো সপ্তাহে কোম্পানিটি ২৪ কোটি ২০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

শনিবার (৮ আগস্ট) ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে আছে নিটল ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ৩০ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে ২৩ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস গেইনার। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৯ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৭ কোটি ৬৯ লাখ ৯৮ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩০ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে—সিলকো ফার্মাসিউটিক্যালস, ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, রিপাবলিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও নাভানা সিএনজি।