অর্থনীতি

অনুমোদিত মূলধন বাড়াবে এসএস স্টিল

পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিলের (সালেহ স্টিল) পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি মূলধন ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করবে।

বুধবার (১২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এসএস স্টিলের সংঘ স্মারকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের ৫ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে মূলধন বাড়াতে পারবে।

এদিকে সালেহ স্টিলে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এসএস স্টিল। এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৮ সেপ্টেম্বর ইজিএম আহ্বান করেছে। ওইদিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।

এসএস স্টিলের ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর।