অর্থনীতি

বেড়েছে ইলিশের সরবরাহ

রাজধানীর বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। এসব ইলিশের আকারও বেশ ভালো। বিক্রেতারা বলছেন, জাটকা সংরক্ষণের কারণে বড় ইলিশের সরবরাহ বেড়েছে। আর বড় ইলিশ পেয়ে ক্রেতারাও খুশি। 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সরেজমিন রামপুরা, মালিবাগ ও মধুবাগ কাঁচাবাজারে এ দৃশ্য দেখা গেছে। 

রামপুরা কাঁচাবাজারে দেখা যায়, বড় আকারের ইলিশের সরবরাহ বেশ ভালো। এ বাজারে দেড় কেজি ওজনের ইলিশের দাম পড়ছে ১২০০ টাকা কেজি। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ টাকা কেজি। ৬০০-৮০০ গ্রাম প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা কেজি দরে।  

প্রায় একই দাম দেখা গেছে অন্য বাজারগুলোতে।   এদিকে সরবরাহ বাড়ায় ক্রেতারাও বাজারে যাচ্ছেন ইলিশ কেনার আগ্রহ নিয়ে। বড় আকারের ইলিশ পেয়ে অনেকেই কিনছেন বেশি পরিমাণে।  আবার কেউ কেউ দরদাম শেষে মাঝারি আকারের ইলিশে সীমাবদ্ধ থাকছেন। 

বাজার পর্যালোচনার পর ‘স্বাদের’ ইলিশ কিনেছেন পশ্চিম রামপুরার বাসিন্দা ওয়াহিদ ভূঁইয়া। তিনি বলেন, দু’তিন দোকানে দরদাম করে মোটামুটি ধারনা নিয়েছি। শেষে দেড় কেজি ওজনের এক হালি (৪ পিস) ইলিশ কিনেছি ৭ হাজার টাকায়।  ইলিশ কিনে তাকে বেশ সন্তুষ্টই দেখা গেলো।  

তবে একই এলাকার বাসিন্দা মোবারক হোসেন দরদাম করেও ইলিশ কিনতে পারেননি। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোবারক হোসেন বলেন, করোনার কারণে বেতন কমিয়ে দেওয়া হয়েছে। বড় ইলিশ কেনার আগ্রহ জাগলেও সামর্থ্যর কথা চিন্তা করে লোভ সামলাতে হলো। 

মালিবাগ কাঁচাবাজারের মাছ বিক্রেতা বশিরউদ্দিন জানান, বাজারে বড় ইলিশ আছে। তবে বেশিরভাগ ক্রেতাই ৬০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ কিনছেন। তুলনামূলক দাম কম হওয়ায় এ আকারের ইলিশের বিক্রি একটু বেশি।