ক্যাম্পাস

ইউল্যাবে জাতীয় শোক দিবস পালিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) জাতির জনকের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে। গত ১৬ আগস্ট (রোববার) সন্ধ্যায় অনলাইনে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি বলেন, এক বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলো আপনার সবচেয়ে বড় শক্তি কি, জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন ‘আই লাভ মাই পিপল’ (আমি আমার দেশের জনগণকে ভালোবাসি)। তিনি বঙ্গবন্ধুকে আবার প্রশ্ন করেছিলেন, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি, বঙ্গবন্ধু বলেছিলেন ‘আই লাভ মাই পিপল’। ড. মোমেন আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন, তা হলো মানুষকে ভালোবাসতে শিখতে হবে’। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করেছে বাংলাদেশি নামধারী পাকিস্তানি কতগুলো জল্লাদ, কতগুলো খুনি এবং যাদের পেছনে পাকিস্তান ছাড়াও আন্তর্জাতিক মদদ ছিল। কি হয়েছিলো ১৫ আগস্ট, সেই ইতিহাস জানার জন্য তিনি সবাইকে তাগিদ দেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা দেশকে ভালোবাসো, দেশকে ভালবাসলেই বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারবে। ধন্যবাদ জানান ইউল্যাব বোর্ড অব ট্রাস্ট্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা যারা করেছিলো তাদের হয়তো উদ্দেশ্য ছিলো বঙ্গবন্ধুর আদর্শকেও হত্যা করা। কিন্তু সেই কাজে তারা সফল হয়নি, হতে পারেনি। ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর কবিতা আবৃত্তি করেন।