অর্থনীতি

মোবাইল অ্যাপ ব্যবহারে ফি নেবে না ডিএসই

মোবাইল অ্যাপের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেনের জন্য বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে অ্যাপ ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

সোমবার (১৭ আগস্ট) ডিএসইর পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মদে, রেজিস্ট্রেশন করার পরও ডিএসইর মোবাইল অ্যাপস যেসব গ্রাহক ব্যবহার করছেন না, তাদের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য গত ৯ আগস্ট ট্রেকহোল্ডারদেরকে চিঠি দেয় ডিএসই। একইসঙ্গে মাসিক ভিত্তিতে ১৫০ টাকা অ্যাপ ফি আরোপ করা হবে বলেও জানায় ডিএসই।

এরপর ডিএসইর এ সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। এরই আলোকে ডিএসইর পরিচালনা পর্ষদ অ্যাপ ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  আর অ্যাপ ব্যবহার করে না এমন নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।