অর্থনীতি

মসজিদে বিস্ফোরণ: বাসারের পরিবারকে অর্থ সহায়তা দেবে সাইফ পাওয়ার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত মো. আবুল বাসার মোল্লার পরিবারকে দুই বছর ধরে প্রতি মাসে আর্থিক সহায়তা দেবে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘আব্বায় মাস শেষে টাকা পাঠাইতো, এখন পাঠাইবে কে’ শিরোনামের প্রতিবেদন সাইফ পাওয়ার গ্রুপ কর্তৃপক্ষের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পরিচালনা পর্ষদের সদস্যরা আবুল বাসারের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর মহাখালির খাজা টাওয়ারে সাইফ পাওয়ারটেক লিমিটেডের সেলস অফিসে এক অনুষ্ঠানে সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন তাজিয়া বেগমকে ২৫ হাজার টাকার চেক দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও মেজর (অব.) সিরাজুস সালেকীন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. হাসান রেজা, নির্বাহী পরিচালক (অ‌্যাডমিন) মেজর (অব.)  ফারুখ আহমেদ খান, সাইফ পাওয়ার ব্যাটারি বিভাগের হেড অব ফিন্যান্স অ‌্যান্ড অ‌্যাকাউন্ট মো. হেলাল উদ্দিন শিকদার ও এজিএম মো. নাজমুল করীম।

গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের অধিকাংশের মৃত‌্যু হয়েছে। বিজ্ঞপ্তি